তোমার যারা এসএটি (SAT) পরীক্ষায় অংশ নিয়েছো বা আগামীতে অংশ নিবে তারা সবাই হয়তো এসএটি (SAT) অ্যাডমিশন টিকেটের কথা জানো।
এসএটি (SAT) পরীক্ষার জন্য ” অ্যাডমিশন টিকেট” খুবই গুরুত্বপুর্ণ ।
অনেক স্টুডেন্টের ” অ্যাডমিশন টিকেট” সম্পর্কে পূর্ণ ধারণা না থাকায় পরীক্ষার কেন্দ্রে নানা ধরণের সমস্যার সম্মুখীন হয়।
এসএটি (SAT)অ্যাডমিশন টিকেটঃ
এসএটি (SAT) পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করলে প্রত্যেক স্টুডেন্টকে একটি করে অ্যাডমিশন টিকেট দেয়া হয়।
” অ্যাডমিশন টিকেট ” স্টুডেন্টের রেজিস্ট্রেশন করার প্রমাণ পত্র।
এসএটি (SAT) পরীক্ষার কান্দ্রে প্রবেশ এবং পরীক্ষায় অংশ নিতে একজন স্টুডেন্টের ” অ্যাডমিশন টিকেট” প্রয়োজন হয়। কোন স্টুডেন্টের এর প্রয়োজন আছে কি না তা এই টিকেট থেকেই জানা যাবে।
অ্যাডমিশন টিকেটের বিভিন্ন অংশ
কি ভাবে আমি অ্যাডমিশন টিকেট পেতে পারি?
রেজিস্ট্রেশনের পেমেন্ট সম্পূর্ণ করলেই একটু নতুন পেইজ আসবে। এই পেজটি তোমার অ্যাডমিশন টিকেট । তোমাকে কেবল টিকেটটি প্রিন্ট করে নিতে হবে।