Skip to content
  • SAT Course
  • Course Schedule
  • SAT Mock
  • About us
  • SAT Course
  • Course Schedule
  • SAT Mock
  • About us

এসএটি (SAT) পরীক্ষা: Cancel করবেন নাকি Reschedule?

  • by Nafis Kamal
  • November 5, 2018March 10, 2021

এসএটি (SAT) পরীক্ষার রেজিস্ট্রেশন করা শেষ। সামনেই পরীক্ষা। কিন্তু এই মুহুর্তে হয়তো তুমি গুরুতর অসুস্থ। অথবা সময়ের সাথে পাল্লা দিতে না পেরে তোমার প্রস্তুতি শেষ হয়নি। মনে মনে ভাবছেন এইবারের জন্য পরীক্ষা থেকে দূরে থাকা গেলে ভাল হতো।

ঠিক এ সময়েই অনেকে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। কোন কিছু না ভেবে জিআরই পরীক্ষা বাতিল (Cancel) করার জন্য সিদ্ধান্ত নেয়।

তুমি যদি হঠাৎ অসুস্থ হওয়াতে পরীক্ষা বাতিল (Cancel) কর, তবে কলেজ র্বোড কেবল $ ১০ ক্রেডিট কার্ডে ফেরত পেতে পার । যদিও এসএটি (SAT) পরীক্ষার  (৩ টি সেকশন) জন্য ৪৭.৫০ ও  Essay রাইটিং অংশের পরীক্ষা দিলে তোমাকে মোট ৬৪.৫০  ডলার ডলার খরচ করতে হয়। কিন্তু কলেজ র্বোড কেবল ১০ ডলারই ফেরত দিবে। সুস্থ হয়ে তুমি যদি আবারও পুনরায় এসএটি (SAT) পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত  নাও, তবে তোমাকে  এসএটি (SAT) পরীক্ষার  (৩ টি সেকশন) জন্য ৪৭.৫০ ও  Essay রাইটিং অংশের পরীক্ষা দিলে তোমাকে মোট ৬৪.৫০  ডলার ডলার খরচ করতে হবে।

কিন্তু তুমি যদি পরীক্ষা বাতিল (Cancel) না করে তারিখ পেছানো বা Reschedule করার সিদ্ধান্ত নাও তবে তোমাকে অতিরিক্ত ২৮  ডলার খরচ করতে হবে।

কোউ যদি পরীক্ষা বাতিল (Cancel) করে পুনরায় পরীক্ষা দিতে চায় এবং অপর এক জন যদি  রীক্ষা বাতিল (Cancel) না করে তারিখ পেছানো বা Reschedule করার সিদ্ধান্ত খরচ হিসাব নিচে তুলে ধরা হলো:

কোউ যদি পরীক্ষা বাতিল (Cancel) করতে চায় তবে কলেজ র্বোডে ফোন করে পরীক্ষা কমপক্ষে ৫ দিন আগে জানাতে হবে।  অপর দিকে কেবল ২৮ ডলার Reschedule ফি দিয়ে পরীক্ষা বা পরে যে কোন সময় তুমি নতুন তারিখ পেতে পার।

তার মানে দাঁড়াচ্ছে, এসএটি (SAT) পরীক্ষা Reschedule করার চেয়ে Cancel করলে আপনার লাভের চেয়ে লোকসানের পরিমাণ অনেক বেশি।

টোফেল পরীক্ষার জন্য অনুরূপ কৌশল অবলম্বন করা শ্রেয়।

Tags:accountAdmissionCancelCollege BoardRescheduleSAT 1SAT 2SAT Achievement TestsSAT CancelSAT Rescheduleকলেজবোর্ডখরচজেনারেল এসএটিতারিখপরীক্ষাপেছানোবাতিল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

SAT Course Outline!

Some recent articles

  • Contribute to the book, get recognition (Akib Talukdar)
  • Common App Activity builder
  • My journey of making 1580
  • My SAT experience (ASIS, 2021)
  • How to Increase English Proficiency
  • Common Application (Common App)
  • ECAs – Why are they so important?
  • My SAT experience (Turkish Hope, 2021)
  • My SAT experience (New York)
  • Your checklist for joining Aemers’ SAT class

Categories

  • 01. Planning for Studying in USA
  • 02. Test Preparation
  • 03. Registration & Test Taking
  • 04. University Searching Process
  • 05.Common App Application/ Application
  • 06. Extracurricular Activities
  • 07. College Essays
  • 08. Financial Aid Application
  • 15. Adjusting life in USA
  • 16. Frequently Asked Questions
  • 2.1 SAT Preparation
  • 2.2 SAT Subject Test Preparation
  • 2.3 TOEFL/IELTS Preparation
  • 4.1 Making a perfect list- Dream, Matched, Safe
  • 5.2 Letters of Recommendation
  • 8.2 International Student Financial Aid Application
  • 9.1 General Admission Interview
  • 9.2 Scholarship Interview
  • Uncategorized
SAT and US College admission aid

SAT Info | Powered by Aemers